জনতা জনার্দনকেই সর্বদা অগ্রগণ্যতা দিয়েছেন প্রধানমন্ত্রী, তাও তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিয়োয়। আত্মপ্রচারের বদলে বরাবর কাজকেই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, সেই কারণে রাষ্ট্রনেতারাও তাঁর কথা শোনেন। দুর্নীতি, কালো টাকার বিরুদ্ধেও যে বিরাট অভিযান চালিয়েছে মোদী সরকার, তার উল্লেখও রয়েছে এই ভিডিয়োয়।
জনগণ কেন মোদীকেই বেছে নেন?', লোকসভা ভোটের আগেই নতুন প্রচার বিজেপির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়া দিল্লি: বেজে গিয়েছে ভোটের দামামা। চলতি বছরেই হতে চলেছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগেই প্রচারে নামল ভারতীয় জনতা পার্টি (BJP)। বৃহস্পতিবার বিজেপির তরফে একটি গান প্রকাশ করা হল যেখানে বর্ণনা করা হয়েছে কেন জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে পছন্দ করেন এবং বারংবার তাঁকে বেছে নেন। ২ মিনিট ১০ সেকেন্ডের গানটির নাম “তাবহি তো সব মোদী কো চুনতে হ্যায়”।
গানটির শুরুতেই বর্ণনা করা হয়েছে বছরের পর বছর ধরে দেশের বেহাল দশা হয়েছিল। উন্নয়নের গতি থমকে ছিল। এরপরে দেশবাসী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করে আনে এবং ক্ষমতায় এসেই নরেন্দ্র মোদী যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করেন। উন্নত দেশ, যা এতদিন স্বপ্ন ছিল, তা পূরণ করেছেন মোদী। বাড়ি বাড়ি বিদ্যুৎ, জল, গ্যাসের সংযোগ থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থানের মতো যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করেছেন প্রধানমন্ত্রী মোদী।
জনতা জনার্দনকেই সর্বদা অগ্রগণ্যতা দিয়েছেন প্রধানমন্ত্রী, তাও তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিয়োয়। আত্মপ্রচারের বদলে বরাবর কাজকেই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, সেই কারণে রাষ্ট্রনেতারাও তাঁর কথা শোনেন। দুর্নীতি, কালো টাকার বিরুদ্ধেও যে বিরাট অভিযান চালিয়েছে মোদী সরকার, তার উল্লেখও রয়েছে এই ভিডিয়োয়।
দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা থেকে শুরু করে চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ অবতরণ, মোদী সরকারের এই সাফল্য তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের জনকল্য়াণমূলক ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভর হয়ে উঠেছে, তাও উল্লেখ করা হয়েছে এই ভিডিয়ো। প্রধানমন্ত্রী মোদীর সফল বিদেশনীতির কারণে ভারত বর্তমানে বিশ্বমঞ্চে শীর্ষস্থানে উঠে এসেছে বলেই বর্ণনা করা হয়েছে এই ভিডিয়োয়।
Post A Comment:
0 comments so far,add yours