সাগরের শিকারপুরে মনসা পুজোর ভেলা বিসর্জন দেখতে ভিড় জমিয়েছে প্রচুর মানুষ
১৮ ই সেপ্টেম্বর সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের অধীন শিকারপুরে,মনসা মায়ের ভেলা ভাসান দেখার জন্য ভিড় জমিয়েছে প্রচুর মানুষ, সোমবার সাগরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পূজা কমিটি তারা তাদের নিজেদের মনের মত মনসা মায়ের ভেলা নিয়ে উপস্থিত হয়েছিল সাগরের শিকারপুরের মেলা মাঠে,ওই সমস্ত মনসা মায়ের ভেলার মধ্যে যেমন ছিল, চন্দ্রযান ৩-এর আদলে তৈরি ভেলা,কেদারনাথ মন্দিরের আদলে তৌরি ভেলা,গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরের আদলে তৌরি ভেলা,জাহাজের আদলে তৈরি ভেলা,রাম মন্দিরের আদলে তৈরি ভেলা, নৌকার আদলে তৈরি ভেলা সহ আরো বিভিন্ন ধরনের ভেলা,
এরপর ওই সমস্ত পুজো কমিটি তাদের তৈরি করা ওই সমস্ত মনসা মায়ের ভেলা সোমবার রাতে সাগরের মুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours