কাকদ্বীপে নিজের ঘরে নাবালিকা ছাত্রীর জ্বলন্ত দেহ ।
উদ্ধার ফাঁকা ঘরের মধ্যে এক নাবালিকা ছাত্রীর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই নাবালিকা ছাত্রীর নাম নবনী দাস,বয়স ১৪,। কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন এইচএস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। কাকদ্বীপ স্টিমার ঘাট পূর্ব এলাকার বাসিন্দা। বাবা মা ভাই বোন বাড়িতে না থাকা অবস্থায় ফাঁকা বাড়িতে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। ছাত্রীর আত্মহত্যা না কেউ তাকে পুড়িয়ে মারল তদন্তে কাকদ্বীপ হারুউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। জানা গেছে বাবা গেছেন ট্রলারে মাছ ধরতে, মা ভাই বোনদের নিয়ে বাজারের দিকে যায়। বাড়িতে একা ছিল নবনী। এক প্রতিবেশী দেখতে পায় ঘরের মধ্যে আগুন জ্বলছে, তাড়াতাড়ি দরজার কাছে দাঁড়ালে ভেতর থেকে গ্রীলে তালা মারা অবস্থায় নবনী জ্বলছে শোবার ঘরের মধ্যে। চোখের সামনে পুড়ে মেঝেতে পড়ে গেলেও কিছু করার নেই। পরে স্থানীয় মানুষ তালাক নিয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে কি কারণে এই দুর্ঘটনা বা কি কারণে এই গায়ে আগুন প্রতিবেশী থেকে বাড়ির সবার অজানা মৃতদেহ ময়না তদন্তে পাঠায় কাকদ্বীপ হারুউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours