চন্দ্রযান-৩ চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতারণ কামনায় এবার বিশেষ যজ্ঞের আয়োজন সাগরের বঙ্কিমনগরে
২৩ শে আগস্ট বুধবার সন্ধ্যায় চন্দ্রযান-৩ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে, তাই
২৩ শে আগস্ট বুধবার সন্ধ্যায় চন্দ্রযান-৩ চন্দ্রপৃষ্ঠে যেন সফলভাবে অবতারণ করে তার কামনায় এবার বিশেষ যজ্ঞের আয়োজন দক্ষিণ ২৪ পরগনার পরগনার জেলার সাগর ব্লকের বঙ্কিমনগর এলাকার ভ্রাতৃ সংঘের উদ্যোগে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে, এদিন যজ্ঞ দেখতে ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছিলেন। এদিন হোমযজ্ঞের পাশাপাশ বিশেষ পুজোপাঠেরও আয়োজন করা হয়।
সৌরভ মন্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Post A Comment:
0 comments so far,add yours