দেশে দৈনিক সংক্রমণ সামান্য কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা।

তবে অ্যাকটিভ কেসও নিম্নমুখী। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ২০৯ জন। মৃত্যু হয়েছে ৬২৭ জনের।

যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই বেশি। একদিনে মারণ ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২১ লক্ষের সামান্য বেশি। পজিটিভিটি রেট ১৫.৮৮ শতাংশ। এখনও কেরল, মহারাষ্ট্রের সংক্রমণ চিত্র চিন্তায় রেখেছে। কেরলে আবার সংক্রমিতদের ৯৪ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। পাশাপাশি দেশে দাপট দেখাচ্ছে ওমিক্রনের সাব-স্ট্রেনও।
এদিকে ধীরে ধীরে স্কুল, কলেজ খুলতে উদ্যোগী হয়েছে কেন্দ্রও। ছোটদের পড়াশোনার স্বার্থে স্কুলগুলি খোলার নির্দিষ্ট পরিকল্পনা করা হচ্ছে কেন্দ্রের তরফে। এ বিষয়ে নতুন বিজ্ঞপ্তিও জারি হতে পারে খুব শীঘ্রই। পাশাপাশি দেশে চলছে টিকাকরণ। ইতিমধ্যেই দেশের ১৬৪ কোটিরও বেশি দেশবাসী পেয়েছেন টিকা।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours