পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান নিয়ে ফের বিবৃতি দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাতে চলতি বিতর্ক চাপা দেওয়ার পরিবর্তে আরও বাড়িয়ে দিলেন তিনি, মনে করছে দলেরই একাংশ। শুক্রবার সিপিএমের দলীয় মুখপাত্র বুদ্ধদেব ভট্টাচার্যর পদ্ম সম্মান ফেরানো নিয়ে চলতি বিতর্কের জবাব দিতে চেয়েছে।

তাঁরা বুদ্ধদেব ভট্টাচার্যর নতুন বিবৃতি ছেপেছে। তাতে তিনি বলেছেন, আগে জানলেও পদ্ম-সম্মান প্রত্যাখ্যান করতাম। যা আসলে নতুন কোনও কথা নয়। তবু এই বিবৃতি ছাপার কারণ কী? বুদ্ধদেব ভট্টাচার্য পদ্ম সম্মান প্রত্যাখ্যান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে যে তাঁকে না জানিয়েই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধা
ন্ত ঘোষণা করেছে কিনা। গত বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার বাংলার মুখ্যমন্ত্রীকে পদ্ম সম্মান দেওয়ার ঘোষণা করার ঘন্টা দুয়েক পর বুদ্ধদেব ভট্টাচার্যর তরফে সিপিএমের রাজ্য কমিটি সংবাদমাধ্যমকে জানায় তাঁর প্রত্যাখ্যান বিবৃতি। তাতে তিনি বলেন, 'পদ্ম পুরস্কার নিয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি কিছু জানি না। আমাকে যদি পুরস্কার দিয়েও থাকে আমি তা প্রত্যাখ্যান করছি।' কেন এই সিদ্ধান্ত তা নিয়ে একটি শব্দও ব্যয় করেননি বিবৃতিতে। সেই রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সংবাদমাধ্যমকে জানায় বুদ্ধদেব ভট্টাচার্য পরিবারকে জানিয়ে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ওই সূত্র থেকে বলা হয়, দুপুরে বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভেনিউর বাড়িতে ল্যান্ডলাইনে ফোন করা হয়েছিল। ফোন করেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। বুদ্ধদেবের পরিবারের কেউ ফোন ধরে বলেন তিনি অসুস্থ, বিশ্রাম নিচ্ছেন। কেন্দ্রীয় সচিব তখন পরিবারকে জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকার বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ সম্মান দিয়ে সম্মানিত করতে চায়। সন্ধ্যায় এই ঘোষণা হবে। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এই টেলিফোন কথোপকথনের পর বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের তরফে সম্মান নেওয়া বা প্রত্যাখ্যান কোন কিছুই জানানো হয়নি এদিন বুদ্ধদেব ভট্টাচার্যর যে নতুন বিবৃতি সিপিএমের মুখপাত্র গণশক্তি ছেপেছে তাতে আগাম জানানোর বিষয়টি অস্বীকার করা হয়নি। গত দু'দিন ধরে সিপিএম থেকে দাবি করা হচ্ছিল আগাম না জানিয়েই বুদ্ধদেবের নাম ঘোষণা করেছে দিল্লি। এদিন বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন আগাম জানানো হয়েছিল কী হয়নি সেটা আসল বিষয় নয়। আমাকে আগাম জানানো হলেও আমি প্রত্যাখ্যানই করতাম। অর্থাত্‍ তিনি জানতেন না যে তাঁকে পদ্মভূষণ সম্মান দেওয়া হচ্ছে এই কথাটি বুদ্ধদেব ভট্টাচার্য স্পষ্ট করে ফের নতুন বিবৃতিতে দাবি করেছেন। কিন্তু তাঁর পরিবারকে বা অন্য কোনও ভাবে আগাম জানানো হয়নি একথা তিনি জোর দিয়ে নতুন বিবৃতিতেও বলেননি। ফলে তার পরিবারের কাছে যে ফোন গিয়েছিল, কেন্দ্রীয় সরকারের এই দাবি তিনি নতুন বিবৃতিতেও নস্যাত্‍ করেননি। তিনি শুধু দাবি করেছেন, ঘোষণার আগে তাঁর জানা ছিল না। জেনেছিলেন সন্ধ্যেবেলা সর

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours