বৃহস্পতিবার দুপুরে বারাসত কুতুলসহি রোড বরিশাল কলোনি এক সন্দেভাজন ব্যক্তিকে স্থানীয়রা ধরে বারাসত থানার পুলিশের হাতে তুলে দেয়।ওই ব্যক্তি নিজেকে পরিচয় দেয় নুর আলম বলে। বাড়ি বাংলাদেশে।
অভিযোগ এলাকায় ঘোরাঘুরি করছিল, সেই সময় সন্দেহ হয় স্থানীয় মানুষের।ওই ব্যক্তিকে আটকে এলাকার লোকজন জিজ্ঞাসাবাদ করলে,তার কথায় অসংগতি লক্ষ্য করলে তাকে আটকে বারাসত থানায় খবর দেওয়া হয়।বারাসত থানার পুলিশ এসে ওই ব্যক্তি আটক করে বারাসত থানায় নিয়ে যায়।ওই ব্যক্তির সঙ্গে আরও অনেকে আছে বলে জানা যায়।তার কাছে বাংলাদেশের কোন পাসপোর্ট বা অন্য কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি।
বাংলাদেশের বাসিন্দা দাবী করলেও কোনও পাসপোর্ট নেই।অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে এই দেশে প্রবেশ করেছে।তার কাছে মোবাইল ছিল। সে সিমকার্ড কিভাবে পেল।তার মোবাইল থেকে তার পরিচিত একজন ফোন করা হলে,সে আসছে বললেও আসেনি। তারপরে স্থানীয়দের সন্দেহ বারে।এরপর বারাসত থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্তে বারাসত থানার পুলিশ।
PRESS CARD NEWS /dailyhunt


Post A Comment:
0 comments so far,add yours