ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়।

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স

তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল। তারা উদ্ধারকাজ শুরু করেছে।

তবে তাত্‍ক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

বিমানটির ভগ্নাবশেষে আগুন ধরে গেছে আর সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করে চিকিত্‍সা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেনারেল সিরিলিতো।

'উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে আছেন, আরও প্রাণ বাঁচাতে পারবো এই প্রার্থনা করছি আমরা', যোগ করেন তিনি।

পিসি ডব্লিউ

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours