মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে আগুন, ভয়াবহ সেই দৃশ্য দেখে যে কেউ শিউড়ে উঠবে। দেখে বোঝার উপায় নেই যে এটা সত্যি ঘটনা। যেন মনে হবে অ্যানিমেশন গ্রাফিক্স করা কোনও ইংরেজি সিনেমা হয়ত। কিন্তু একেবারেই তা নয়। এ ছবি একেবারে বাস্তব ঘটনা। মেক্সিকো উপসাগরে ইউকাটান উপদ্বীপ এলাকার কাছের সমুদ্রেই শুক্রবার বিধ্বংসী আগুন লাগে।
নীল রঙের জলের ঢেউ, পাশেই ছড়িয়ে ক্ষণে ক্ষণে পড়ছে আগুন। গোলাকার এলাকা জুড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে সেই আগুন আতঙ্ক ছড়িয়েছে। এদিন তা নেভানোর চেষ্টা করে বেশ কয়েকটি ছোট ছোট জাহাজ। শনিবার এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। নীলচে জলের উপর কমলা রঙের আগুনের দৃশ্য দেখে কার্যত চোখ কপালে উঠেছে সকলেরই। প্রথমে ইউকাটান উপদ্বীপ এলাকার খুব কাছের সমুদ্রের এই আগুন দেখতে পান স্থানীয়রা। তারপর খবর ছড়িয়ে পড়তেই ছোট ছোট জাহাজে করে লোক নেমে আগুন নেভানোর কাজে আসেন।
কী থেকে এমন ভয়াবহ ঘটনা? মেক্সিকোর জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানিয়েছে, সমুদ্রের নীচে থাকা গ্যাসের পাইপলাইন রয়েছে। শুক্রবার এই পাইপলাইনের গ্যাস লিক করাতেই সমুদ্রের মাঝখানে আগুন লেগে যায়। তারপরেই তা তা ছড়িয়ে পড়েছে আশেপাশে। পাঁচ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর এই আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে পেমেক্সের তরফে। জলের মধ্যে আগুন! অবাক করলেও তা সত্যি।
সমুদ্রের তলায় থাকা এই পাইপলাইন সে দেশের দু-টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংযোগ করে বলে জানিয়েছে পেমেক্স। যদিও এই ঘটনার জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি, আহত হননি কেউ। এই আগুনের জেরে ওই প্রকল্পের কোনও ক্ষতি হয়নি বলেও জানিয়েছে ওই তেল সংস্থা। তবে কেন এই আগুন লাগল তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে ওই সংস্থা। খতিয়ে দেখারও আশ্বাস দেওয়া হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours