আদতে তারা মেক্সিকো এবং আমেরিকার দক্ষিণ-পূর্বাংশের বাসিন্দা। কিন্তু রংচঙে চেহারা আর যে কোনও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে পোষ্য হিসেবে ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। কিন্তু 'রেড ইয়ারড স্লাইডার' নামে এই কচ্ছপ মুক্ত পরিবেশে 'অতি ক্ষতিকারক প্রজাতি' হিসেবে চিহ্নিত। বুধবার এই প্রজাতির একটি কচ্ছপ মিলেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের চালতাবেড়িয়ায়। সুন্দরবন জীব পরিমণ্ডল (বায়োস্ফিয়ার রিজার্ভ) এলাকায় এই কচ্ছপের উপস্থিতি অশনি সঙ্কেত বলেই মনে করছেন প্রাণীবিদেরা।

স্থানীয় সূত্রের খবর, গ্রামবাসীরা কচ্ছপটি উদ্ধার করে পুলিশকে দেন। এরপর স্বপন ভাণ্ডারী-সহ কয়েকজন বনকর্মী গিয়ে সেটি নিয়ে আসেন। সরীসৃপ বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরী জানিয়েছেন, কানের পাশে উজ্জ্বল লাল দাগের কারণে কচ্ছপটির এমন নাম।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours