গত সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর পানিখালি বাজারে একটি চায়ের দোকানের কেটলিতে রহস্যজনক ভাবে গুলি এসে লাগে। সেই ঘটনারই তদন্তে নেমে একজনকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। ধৃতের নাম সদানন্দ দাস (৫২)। তাঁর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ পানিখালির বাসিন্দা সদানন্দ ও তাঁর ছেলের মধ্যে ঝগড়া চলছিল। ছেলেকে ভয় দেখাতে নিজের কাছে থাকা বন্দুক থেকে শূন্যে গুলি ছোড়েন তিনি। সেই গুলিই ছিটকে গিয়ে লাগে কিছুটা দূরের চায়ের দোকানের কেটলিতে।

ঘটনার তদন্তে নেমে বুধবার সদানন্দকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। বাড়ি থেকেই উদ্ধার হয় একটি বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ।
ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশি জেরায় সদানন্দ নিজের দোষ কবুল করেছেন বলে জানিয়েছে পুলিশ। কেন তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। By
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours