কোভিডের বাড়বাড়ন্তে হাজার হাজার মানুষ যখন মারা যাচ্ছিলেন, দিল্লি উত্তরপ্রদেশে তখন শ্মশানে জায়গা হচ্ছিল না মৃতদেহ সত্‍কারের। গণকবর দেওয়া হয়েছিল বহু লাশ। বর্ষা দরজায় কড়া নাড়তেই তা নিয়ে এবার বেকায়দায় পড়েছে প্রশাসন। বর্ষা আসতেই গঙ্গায় জলস্তর বাড়তে শুরু করেছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তাই গঙ্গার ধারে বালি চাপা দেওয়া মৃতদেহ ভেসে উঠতে শুরু করেছে। সেগুলি যে কোভিডে মৃত ব্যক্তিদের লাশ, তা নিয়ে বিশেষ সন্দেহ নেই কারও। নতুন করে দানা বেঁধেছে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। ভেসে ওঠা দেহগুলি ধামাচাপা দেওয়ার কাজই তত্‍পরতার সঙ্গে করছে প্রয়াগরাজের প্রশাসন। তবু সাংবাদিকদের ক্যামেরা এড়ানো যায়নি।

ধরা পড়েছে বেশ কিছু দৃশ্য। একটি ছবিতে দেখা গেছে, নদীর ধারে বালিতে আটকে রয়েছে একটি লাশ। তার এক হাতে আবার পরা রয়েছে সাদা সার্জিক্যাল গ্লাভস। প্রয়াগরাজ পুরসভার লোকজন গিয়ে ওই লাশ টেনে বের করেন। একটি লাশের মুখে আবার দেখা গেছে অক্সিজেন টিউব লাগানো। এমনই অনেক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। যা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে যোগী প্রশাসনকে। এই সমস্ত দেহগুলিকে আপাতত সত্‍কার করা হচ্ছে। পুরসভাই এই উদ্যোগ নিয়েছে। প্রয়াগরাজ পুরসভার জোনাল অফিসার নীরজ কুমার সিং জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আমরা মোট ৪০টি দেহ সত্‍কার করেছি। সমস্ত নিয়ম মেনে এক এক করে দেহ সত্‍কার করা হচ্ছে। মুখে অক্সিজেন টিউব লাগানো দেহটির বিষয়ে তিনি বলেছেন, পরিবারের লোকজন এখানে ফেলে চলে গেছে। হয়তো ওরা ভয় পেয়েছিল। আমি জানিনা কেন এমন করেছে। 'গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার জন্য মৃতদেহ বেরিয়ে আসছে। যেখানেই আমরা এটা দেখছি, সত্‍কারের ব্যবস্থা করছি', বলেছেন প্রয়াগরাজের মেয়র অভিলাষ গুপ্ত নন্দী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours