কফি হাউজের সেই সুজাতা

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, 
শুনেছি তো লাখপতি স্বামী তার
হিরে আর জহরতে আগাগোড়া মোড়া সে, 
বাড়ি-গাড়ি সবকিছু দামী তার..... '
বাংলাদেশের সিরাজগঞ্জের ছেলে গৌরি প্রসন্ন মজুমদারের লেখা ও সুপর্ণ কান্তি ঘোষের সুর করা কালজয়ী কফি হাউজের সেই আড্ডা গানটির সুবাদে আমরা যে সুজাতাকে মনে মনে ধারন করেছি, তার পরিচয় কি আমরা জানি? জানি কি কোথায় থাকেন তিনি, বেঁচে আছেন, না পটল তুলেছেন? কেই বা তার সেদিনের লাখোপতি স্বামী? আমরা অনেকেই জানিনা। যদিও সুজাতার নামটি সবার হৃদয়ে পাকাপাকি খোদাই করা, সুরের মহালে।

মান্নাদের কন্ঠে ইতিহাস হওয়া কোলকাতার কলেজস্ট্রিটে ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত কফি হাউজের আড্ডা এ উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে উজ্জ্বল ভূমিকা রেখেছে। সংস্কৃতি, সাহিত্য বা সঙ্গীতেও তার অবদান কম নয়।

সে যাই হোক, মূল বিষয়ে আসি। হ্যাঁ ঠিকই ধরেছেন ছবিতে যে ভদ্র মহিলাকে দেখছেন তিনি
সুজাতা রানী দাশ, মান্না দে'র কফি হাউজের সেই আড্ডার সুজাতা।

"কলকাতা আর্ট কলেজের শিক্ষার্থী ছিলেন সুজাতা রানী দাশ। বাংলাদেশের গাইবান্ধা থেকে সত্তরের নির্বাচিত এমপি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ওয়ালিউর রহমান রেজাকে ভালোবেসে বিয়ে করেন তিনি। যদিও তাঁদের প্রেম হয়১৯৬২ সালে, তাঁরা বিয়ে করেন ১৯৭২ সালে। সুজাতার বাসস্থান ঢাকার মোহাম্মদপুরে।

সুজাতা এখনো বেঁচে আছেন, তার স্বামী রেজা ২০১৯ এর রমজান মাসে মারা গেছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours