রাজ্য সরকারের নতুন প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ জুন থেকে ছাত্র ছাত্রীদের ক্রেডিট কার্ড চালু হয়ে যাবে বলে জানালেন তিনি। এর মাধ্যমে পড়াশোনার বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সুযোগে সুবিধা পাবে পড়ুয়ারা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য একাধিক প্রকল্প আছে আমাদের। কন্যাশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, শিক্ষাশ্রী ইত্যাদি অনেক আছে। এবার ১০ লাখের স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এর গ্যারান্টার হবে। মুখ্যমন্ত্রীর কথায়, 'ছাত্র ছাত্রীরা আমাদের গর্ব। তাদের শিক্ষা দেওয়ার জন্য, নিজের পায়ে দাঁড় করানোর জন্য বাবা মাকে আর চিন্তা করতে হবে না।
ঘরবাড়ি বেচতে হবে না। রাজ্য সরকার আপনার পাশে আছে। নতুন স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প আজ অনুমোদিত হয়েছে ক্যাবিনেটে। স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক কোর্স, ডিপ্লোমা কোর্স, ডক্টরেট, পোস্ট ডক্টরেট কোর্স ইত্যাদি সমস্ত খরচের জন্য এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেহেতু এই প্রকল্পের গ্যারান্টার খোদ রাজ্য সরকার, ফলে কাউকে আর আলাদা করে ব্যাঙ্কে গ্যারান্টার নিয়ে যেতে হবে না। পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দা, যাঁরা ১০ বছর অন্তত এ রাজ্যে বাস করেছেন তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪০ বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। চাকরি পাওয়ার পর থেকে ১৫ বছর ধরে সফ্ট লোন হিসেবে ধার শোধ করা যাবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours