আজকের দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ও শীলপাড়া গ্রামের মানুষরা বিক্ষোভ দেখাচ্ছে,কারণ তাদের দাবি একটাই তাদের মুরিগঙ্গা শীলপাড়ায় যে আইলা বাঁধ হয়েছিল কিন্তুু ৩০০ মিটার মত নদী বাঁক না কমপ্লিট হওয়ায় জল ঢুকেছে পুরো এলাকায়, এখনও ডুবে আছে পুরো এলাকা, তারপর কাজ করার কথা ছিল ওই কন্টাকটারের , কিন্তুু যারা আইলা বাঁধে কাজ করতো তারা আইলা বাঁধের কাজ না করে টলারে মালপাট তুলে চম্পট দিচ্ছিল সেই সময় ওই এলাকার গ্রামবাসীরা জানতে পেরে ওই ট্রলার টিকে আটকায় এবং টলারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে ওই এলাকার মানুষ, খবর পেয়ে
ঘটনাস্থলে সাগর থানার বিশাল পুলিশবাহিনী এসে ঘটনাটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তুু এলাকার মানুষ পুলিশের কোনো কথা না শুনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে,
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours