রাশিয়ায় একটি নদীর জল আচমকাই লাল হয়ে গিয়েছে। দেখলে মনে হতে পারে জলে রক্ত মিশে গিয়েছে। নদীর জল এতটাই লাল হয়ে গিয়েছে যে তাতে নামার সাহস দেখাচ্ছে না হাঁসও। নদী দেখে আতঙ্কিত স্থানীয়রাও। সেই লাল জলের ছবি, ভিডিয়ো শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দক্ষিণ রাশিয়ার এই নদীটির নাম ইসকিটিমকা। কী কারণে হঠাৎ জলের রং এমন লাল হয়ে গিয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেছন না। তবে মনে করা হচ্ছে, কোনও কারখানার বর্জ্য থেকে রাসায়নিক মিশে এমন হয়ে থাকতে পারে। জানা গিয়েছে, নদীটির কাছেই রয়েছে কেমেরোভো শিল্প এলাকা। স্থানীয় প্রশাসনের একাংশের ধারণা, এই এলাকায় একটি নালা দীর্ঘদিন বন্ধ ছিল। সেই নালার জলই মিশতে শুরু করেছে নদীতে। তার থেকেই নদীর জল এমন লাল হয়ে থাকতে পারে। তবে কোন রাসায়নিকের ফলে এমনটা হয়ে থাকতে পারে সে সম্পর্কেও কোনও কিছু জানা যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষে খোঁজ নেওয়া শুরু হয়েছে।স্থানীয়দের বক্তব্য, নদীটিতে আগে অনেক হাঁস দেখা যেত।
কিন্তু জলের রং লাল হওয়ার পরে হাঁসও নামছে না।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours