হাওড়া, বীরভূম, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
শীতের আমেজ সবে গায়ে মাখছে বাংলা। এর মধ্য়ে আচমকাই আসছে বৃষ্টি। হাওড়া, বীরভূম, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, গতকালের মতো আজও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী।
গত কয়েকদিনের মতো ভোর ও রাতের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। তবে, বেলা গড়ালে রোদের তাপে ঠান্ডা ভাব কিছুটা উধাও হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৭.৬ ডিগ্রিতে। অন্য়দিকে, শ্রীনিকেতেনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৭.৮ ডিগ্রিতে। আসানসোলে পারদ ছুঁয়েছে ১৭.৯ ডিগ্রিতে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ, ন্য়ূনতম ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours