এলাকাবাসীর জন্য অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। 'স্পর্শ' নামে এক প্রকল্পের উন্মোচন করলেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে এলাকায় যে সকল মানুষ করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশন রয়েছেন তাদের সহায়তা দেবেন অভিজ্ঞ চিকিৎসকরা। 

স্পর্শ প্রকল্পের আওতায় প্রযুক্তির সাহায্যে করোনায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, সকাল ১২টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই পরিষেবা বহাল থাকবে। শহরের বিভন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে করোনা আক্রান্ত যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদের সহায়তা প্রদান করবেন। 
কীভাবে হোম আইসোলেশনের দিনগুলিতে কাটাতে হবে? কী কী করতে হবে? তার সমস্তটাই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রোগীদের বলা হবে। এমনকি রোগ নির্ণয়ের ক্ষেত্রেও চিকিৎসকরা সম্পূর্ণ বিনামূল্যে সাহায্য করবেন। বিভিন্ন বিভাগের বিশিষ্ট চিকিৎসকেরা প্রতিদিনই রোগীদের সাহায্যের জন্য এই ভিডিয়ো কনফারেন্সিংয়ে থাকবেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours