সুশান্ত সিং রাজপুত মামলায় তদন্ত প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য আগামী তিনদিনের মধ্যে মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিসকে জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপশি, নিরাপত্তা চেয়ে রিয়া চক্রবর্তীর আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদলত। 

গত সপ্তাহেই সুশান্ত মামলায় অভিনেতার বাবা কে কে সিং রাজপুত পাটনা থানায় FIR দায়ের করে। তার ঠিক পরদিনই মামলা বিহার থেকে মুম্বই পুলিসের কাছে স্থানান্তরিত করতে চেয়ে আবেদন করেন রিয়া চক্রবর্তী। বুধবার, ৫ অগস্ট সেই মামলারই শুনানি হয়। যেখানে বিচারপতি হৃষিকেশ রায় তিনদিনের মধ্যে মুম্বই পুলিসকে তদন্ত সম্পর্কিত সমস্ত তথ্য জমা দিতে বলেন। পাশাপাশি, সুশান্তের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ নষ্ট করা হতে পারে বলে অভিনেতার পরিবার যে আশঙ্কা প্রকাশ করেছেন, সেবিষয়টিও খেয়াল রাখা হবে বলে জানান বিচারপতি হৃষিকেশ রায়।বিহার পুলিসের তদন্তকারী এক আধিকারিককে জোর করে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে মুম্বই পুলিস। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে। সে প্রসঙ্গে শীর্ষ আদালত বলে, এই মামলা সবার নজরে রয়েছে, তাই এই ঘটনায় মানুষের কাছে নেতিবাচক বার্তা পৌঁছছে। সমস্ত কিছুই পেশাদারিত্বের সঙ্গে করা উচিত বলে মন্তব্য করেন বিচারপতি রায়। পাশাপাশি আদালত জানিয়েছে আপতত মুম্বই ও বিহার পুলিশ উভয়পক্ষই এই মামলার তদন্ত চালাচ্ছে। চাইলেই তাঁরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে অভিযুক্তের বিরুদ্ধে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে। প্রসঙ্গত, সুশান্ত মামলায় CBI তদন্ত চেয়ে বিহার সরকারের আবেদনে কেন্দ্র ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা যাচ্ছে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours