ফের জঙ্গি হানা কাশ্মীরে। বুধবার সকালে কাশ্মীরের সোপরে সেনা টহলদারির সময় আড়াল থেকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। যার জেরে এখনও পর্যন্ত ১ জন জওয়ান শহিদ এবং অন্তত ৩ জন সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন। মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকেরও। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, বুধবার সকালে সোপর মডেল টাউনে সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের  যৌথ টহলদারি বাহিনীর উপর আচমকা হামলা চালায় জঙ্গিরা। তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তাঁরা।

জম্মু কাশ্মীর পুলিশের আইজি দিলবাগ সিং জানিয়েছেন, সোপর মডেল টাউনে টহলদারি চালানোর সময় নিরাপত্তারক্ষীদের উপর আচমকা গুলিবর্ষণ শুরু করেছে জঙ্গিরা। বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন। কয়েকজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং ওই এলাকায় এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে।



তারপরেই খবর আসে, জখম জওয়ানদের মধ্যে ১ জন ইতিমধ্যেই শহিদ হয়েছেন। আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, কয়েকদিন আগেও কাশ্মীরে টহলদারির সময় সেনাদের হামলা চালায় জঙ্গিরা। বুধবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

উল্লেখ্য, কাশ্মীরে গত কয়েক মাস ধরেই লাগাতার জঙ্গি দমন অভিযান চলছে। যার জেরে গত ৪ মাসের মধ্যে খতম করা হয়েছে লস্কর, হিজবুল ও জইশ-সহ ৪ জঙ্গি সংগঠনের প্রধানকেই। যা কাশ্মীরে সন্ত্রাসদমনে বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours