বড় বড় ইমারত তৈরিতে, যে জিনিসটার প্রাধান্য অনেক, অথাৎ 'ইট' আজ সেই ইট ভাটায় কর্মরত শ্রমিক দের জীবিকা ও জীবন।
কাকদ্বীপের বিভিন্ন ইট ভাটায় কাজ করেন, বাইরের অনেক শ্রমিকরা, বিহার, ঝাড়খন্ড, ছত্রিশ গড় আরো অন্যান্য জায়গা থেকেও আসেন এখানে ইট ভাটার কাজে।
গত কয়েক মাস ধরেই চলছে লকডাউন, তাই কেমন কাটছে তাদের জীবন জীবিকা ?
📱Video📱



Post A Comment:
0 comments so far,add yours