২০১টি গৌরাঙ্গ দর্শন ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা: সাগরের ৫৫তম মিলন উৎসবে জনজোয়ার


৫৫টি প্রদীপ প্রজ্জ্বলন, আকাশে নীল-সাদা বেলুন ও শান্তির প্রতীক জোড়া পায়রা উড়িয়ে সাগরের সুমতি নগরে ধুমধাম করে শুরু হলো ৫৫তম মিলন উৎসব মেলা। এ বছরের প্রধান আকর্ষণ '২০১টি গৌরাঙ্গ দর্শন'। ভক্তি ও ঐতিহ্যের এই মিলনমেলায় মহাপ্রভুর বিগ্রহ দর্শনে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। মেলার বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে মনোজ্ঞ পুষ্প ও কৃষি প্রদর্শনী। উৎসবের সেবাধর্মী অঙ্গ হিসেবে আজ সবুজ সংঘ ও SBI ব্যাংকের সহযোগিতায় আয়োজিত হলো একটি বিশেষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এলাকার কয়েকশো মানুষ এই শিবিরে চোখ পরীক্ষা করিয়েছেন এবং তাঁদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। 
মেলার আয়োজক 'পুজো তরুণ সংঘের সভাপতি বিপিন পড়ুয়া জানানো হয়েছে, প্রায় ২২ হাজার ভক্তের জন্য মহাপ্রভুর মহাপ্রসাদ বা 'পোশাক' গ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মেলার শেষ দিন ২৯ তারিখে সমাপনী সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রখ্যাত শিল্পী কুমার অভিজিৎ নাইট, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলবে।
একদিকে আধ্যাত্মিকতা ও সংস্কৃতি, অন্যদিকে মানবিক সেবা—সব মিলিয়ে সাগরের এই ৫৫তম মিলন উৎসব মেলা বর্তমানে এলাকার প্রধান চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours