নাজিরাবাদে থার্মোকলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাত্রে তৎপর দমকল

নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় থার্মোকলের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, রাত্রি আনুমানিক আড়াইটে নাগাদ হঠাৎ করেই গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টিরও বেশি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে এখনো দমকলের ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে।
ঘটনার সময় গোডাউনের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানা গেলেও, এখনো পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। গোডাউনের ভিতরে রান্নাবান্নার কাজ চলত বলে জানা গিয়েছে—গ্যাসের ব্যবহার, শর্ট সার্কিট না কি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours