আজ সকাল থেকে সারা দেশ জুড়ে ব্যাঙ্ক কর্মীরা ধর্মঘটে শামিল হওয়ায় কার্যত স্তব্ধ ব্যাঙ্ক পরিষেবা।
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের ডাকে এই ধর্মঘট পালিত হচ্ছে। পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালুর দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি বহু ব্যাঙ্কের শাখায় কাজকর্ম ব্যাহত হয়েছে। চেক ক্লিয়ারিং, নগদ লেনদেন,
কাউন্টার পরিষেবা সহ একাধিক পরিষেবা বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। বহু জায়গায় সকাল থেকেই ব্যাঙ্কের শাখার সামনে তালা ঝুলতে দেখা গেছে। যদিও অনলাইন ব্যাঙ্কিং ও এটিএম পরিষেবা কিছু ক্ষেত্রে চালু থাকলেও নগদ তুলতে সমস্যার মুখে পড়ছেন গ্রাহকরা। ব্যাঙ্ক কর্মীদের দাবি মানা না হলে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours