নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মোটোভ্যানের, গুরুতর আহত ২

 নামখানা থেকে বকখালি যাওয়ার পথে ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি দ্রুতগামী ইঞ্জিন চালিত ভ্যান (মোটোরভ্যান)। মঙ্গলবার নামখানার ৮ মাইল ও ১০ মাইলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় চালকসহ ভ্যানে থাকা আরও একজন গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নামখানার দিক থেকে বকখালির দিকে অত্যন্ত দ্রুতগতিতে আসছিল ওই মোটোরভ্যানটি। ৮ মাইল এলাকা পার করার সময় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ভ্যানটি সজোরে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে এবং উল্টে যায়।

দুর্ঘটনাটি ঘটার পরই বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। তাঁরাই তড়িঘড়ি চালক ও অন্য এক আরোহীকে উদ্ধার করেন। তাঁদের দ্রুত নামখানার দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভ্যানটিতে কোনও পণ্য বা জিনিসপত্র বোঝাই না থাকায় এবং পেছনে অন্য কোনও গাড়ি না থাকায় একটি বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।


ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours