ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল,সোনারপুর থানার পুলিশে গ্রেফতার অমিত দে
ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল সোনারপুরে। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আধিকারিক অমিত দে-কে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নির্যাতিতা তরুণীর অভিযোগ, ২০১৯ সালে তাঁর বাবা অভিযুক্তের বাড়িতে পাইপলাইনের কাজে যাওয়ার সূত্রে দুই পরিবারের মধ্যে পরিচয় ও যাতায়াত গড়ে ওঠে। অভিযুক্তকে তিনি ‘কাকু’ বলে ডাকতেন। সে সময় তিনি নাবালিকা ছিলেন বলেও অভিযোগে উল্লেখ। পারিবারিক বিশ্বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত মাঝেমধ্যেই তাঁকে নিয়ে যেতেন বলে দাবি।
অভিযোগ , ওই সময় জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় এবং ছবি ও ভিডিও তুলে রেখে তা ভাইরাল করার হুমকি দিয়ে বারবার নির্যাতন চালানো হয়। পরে তরুণীর বিয়ে ঠিক হলে অভিযুক্ত তাঁর হবু বরের বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দেয় এবং হুমকি দেয় বলে অভিযোগ।
এই ঘটনার পর আতঙ্কিত হয়ে তরুণী ও তাঁর পরিবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, অভিযুক্ত বিবাহিত এবং তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours