লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানিতে ডাক, আতঙ্কে কেরোসিন খেয়ে আত্মঘাতী চেষ্টার অভিযোগ ভাঙড়ে

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভাঙ্গড়ের উত্তর কাশীপুর থানার শোনপুর এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে বর্তমানে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম ইসরাফিল খান। তাঁর বাড়ি শোনপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় ইসরাফিলের নাম না থাকলেও তার বাবা- মায়ের নাম আছে। তবে তাঁর পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র কারণ দেখিয়ে ইসরাফিলকে শুনানিতে ডাকা হয় বলে অভিযোগ।

পরিবারের দাবি, শুনানির নোটিস পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইসরাফিল। মঙ্গলবার আচমকাই তিনি বাড়িতে কেরোসিন তেল পান করেন বলে অভিযোগ। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে জিরেনগাছা ব্লক হসপিটাল তারপর নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এ বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য একরামুল মোল্লা বলেন, হেয়ারিং এর নোটিশ পাওয়ার পর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন ইসরাফিল খান, ২০০২ সালে ভোটার লিস্টে তার বাবা মায়ের নাম আছে সমস্ত ডকুমেন্ট আছে স্থানীয় বাসিন্দা তারা, কিন্তু ইয়ারিং এর নোটিশ পাওয়ার পর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বাইট 

১ তৃণমূল পঞ্চায়েত সদস্য একরামুল মোল্লা

২ নাজিমা বিবি, আক্রান্ত ইসরাফিলের বৌদি 

৩ রবিউল মোল্লা, আত্মীয়
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours