বারুইপুরে প্রচুর ভুও পাসপোর্ট সহ ধৃত ২।
বারুইপুরের খাসমল্লিকে ভাড়া বাড়ি থেকে বুধবার রাতে বেশ কিছু পাসপোর্ট সহ দুজনকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া পাসপোর্টের মধ্যে এ রাজ্যের নদীয়া জেলার বাসিন্দা, এমনকি বিহার, ওড়িশার বাসিন্দাদের পাসপোর্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এত পাসপোর্ট তাদের কাছে কীভাবে এল, খতিয়ে দেখছে পুলিশ।পাসপোর্ট গুলি ভুয়ো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, বিদেশে চাকরির টোপ দিয়ে লোকজনের পাসপোর্ট জমা রাখত তারা। বদলে টাকা তুলত তাদের কাছ থেকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মেহেবুব মোল্লা ওরফে রাজ ও প্রীতম বসু।
মেহবুবের বাড়ি মগরাহাট। প্রীতম নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। প্রীতম কর্মসূত্রে মুম্বইতে থাকত বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত আট মাস ধরে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ওই দুজন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এ দিন সেই ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের ধরে। তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours