বর্ষবরণে পিকনিকের আনন্দে মেতেছে পর্যটকেরা! পর্যটক কেন্দ্র গুলিতে উপচে পড়া ভিড় পর্যটকদের
ইংরেজি নববর্ষের পিকনিকের মরশুম মেজেছে বাঙালি। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের পর্যটনকেন্দ্র গুলিতে পর্যটকদের ভিড়। সুন্দরবনের গোসাবা ,ক্যানিং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে যেমন পর্যটকদের ভিড় তেমনি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার ,বকখালি, নামখানা সহ একাধিক পর্যটন কেন্দ্রগুলিতে বীর জমিয়েছে পর্যটকেরা। সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে।
বছরের শুরুর দিন উৎসবের আমেজ সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলিতে। এ বিষয়ে এক পর্যটক ভারতী ঘোষ তিনি জানান প্রকৃতির টানে এই সুন্দরবনের ছুটে আসা অনেক নাম শুনেছি কৈখালির তাই বছরের শুরুর দিন এই কৈখালীতে আমরা চলে এসেছি। সুন্দরবনের বৈচিত্র আমাদেরকে টেনে এনেছে। মহেশতলা থেকে ডায়মন্ড হারবার এর কেল্লা তে আসা পর্যটক শংকরী সর্দার তিনি জানান, বছরের প্রথম দিন পরিবারের সদস্যদের সঙ্গে ডায়মন্ডহারবার কেল্লার মাঠে পিকনিক করতে এসেছি। আমরা ৩৫ জন মহেশতলা থেকে ডায়মন্ডহারবার কেল্লার মাঠে এসেছি। ডায়মন্ড হারবার ের নদীর তীরবর্তী এই এলাকায় ব্রিটিশ আমলের কেল্লা রয়েছে। কিন্তু কালের নিয়মে সেই কেল্লা এখন নদী গর্ভে কিন্তু তাও কেল্লার টানে আমরা এখানে এসেছি। সারাদিন হইহুল্লোড় এবং পরিবারের লোকেদের সঙ্গে আনন্দে এই নতুন বছরের এই প্রথম দিন আমরা উদযাপন করছি।


Post A Comment:
0 comments so far,add yours