বর্ষবরণের আনন্দে মাততে গিয়ে পৃথক তিনটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম ৫


বর্ষবরণের দিনে -পৃথক তিনটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন রমজান মোড়ল,রাহুল মোল্লা,রোহিত পৈলান,শুভ মন্ডল,আবির হোসেন সেখ নামে ৫ যুবক।বুধবার রাতে ঘটনা তিনটি ঘটেছে বাসন্তী ও বারুইপুর থানা এলাকায়।প্রথমে গুরুতর জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়,পরে ৪ জনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

জানা গিয়েছেন,এদিন দুটি বাইকে চারজন যুবক আসছিলেন। সেই সময় বাসন্তীর সোনাখালি সংলগ্ন এলাকায় রাস্তার বাম্পার টপকাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। জখম হয় চারজন। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায় । পরে সেখান থেকে ক্যানিং এবং পরে কলকাতায় স্থানান্তরিত হয়।অনদিকে বাসন্তীর কলতলা এলাকায় এক পথ দুর্ঘটনা গুরুতর জখম হয় আবির হোসেন সেখ। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।অপর দিকে বারুইপুরের বেলেগাছি এলাকায় শুভ মন্ডল নামে এক সাইকেল আরোহিকে এক বাইক চালক সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় জখম হয় ওই যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours