ডায়মন্ড হারবার মহকুমায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস

 দেশজুড়ে জাতীয় আবেগ ও গর্বের সঙ্গে পালিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। তারই অঙ্গ হিসেবে ডায়মন্ড হারবার মহকুমাতেও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হয়। সকাল থেকেই মহকুমা জুড়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।
ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মহকুমা প্রশাসনিক ভবন চত্বরে এর পর ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের মাঠে অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন মহকুমাশাসক শুভ্রজিৎ গুপ্ত এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের আধিকারিক সজল মণ্ডল এছড়াও বিভিন্ন দপ্তরের কর্মচারী, পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা ও বিশিষ্ট ব্যক্তিরা।

পতাকা উত্তোলনের পর পুলিশ ও বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা ও দেশপ্রেমমূলক প্রদর্শন সকলের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে।
অনুষ্ঠান মঞ্চ থেকে সংবিধানের মূল্যবোধ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্তারা। তাঁরা বলেন, সংবিধানই দেশের মূল চালিকাশক্তি এবং প্রজাতন্ত্র দিবস আমাদের অধিকার ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়।
এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তর, থানা, ব্লক অফিস, স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও আলাদা আলাদা ভাবে পতাকা উত্তোলন ও অনুষ্ঠান হয়। কোথাও কোথাও দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours