সাগরে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন: জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা


দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষ্যে আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর বিডিও অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পতাকা উত্তোলনের পর বিডিও অফিস চত্বরে অবস্থিত দেশের বীর সন্তানদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। মন্ত্রী ও আধিকারিকরা একে একে জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এদিন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তাঁর বক্তব্যে দেশের সংবিধান ও সংহতি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সাগরের বিডিও অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের এই বিশেষ দিনটিকে স্মরণ করা হয়। প্রশাসনের পাশাপাশি স্থানীয় মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশেষ মর্যাদা লাভ করে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours