ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের নামে হেয়ারিং নোটিশ, বাবার নামের বানান ভুল ঘিরে বিতর্ক।
ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের নামে হেয়ারিং নোটিশ জারি হয়েছে। বাবার নামের বানানে ভুল থাকার কারণ দেখিয়ে আগামী ৩১শে জানুয়ারি হেয়ারিংয়ে হাজির হতে বলা হয়েছে বলে জানা গেছে।
একসময়ে ভাঙড়ের ‘বেতাজ বাদশা’ হিসেবে পরিচিত আরাবুল ইসলাম বর্তমানে গোটা বাংলারই পরিচিত মুখ। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। বিধায়ক পদ ছাড়ার পর টানা তিনবার তিনি পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
এবার সেই আরাবুল ইসলামের নামেই হেয়ারিং নোটিশ আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। নোটিশ প্রসঙ্গে আরাবুল ইসলাম দাবি করেন, শুধুমাত্র বাবার নামের বানান ভুলের কারণ দেখিয়ে এই হেয়ারিং নোটিশ পাঠানো হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, “সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। বিজেপি ও নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে এই চক্রান্ত করছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে।”


Post A Comment:
0 comments so far,add yours