'ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা ২০২৬' গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য সূচনা সাগরে।
নতুন বছরের প্রথম দিনেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণকে 'ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা ২০২৬' হিসেবে গড়ে তোলার বার্তা নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তর। সাগরের রুদ্রনগর এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের শুভ সূচনা করা হয়। বৃহস্পতিবার সকালে ধামসা মাদলের তালে আদিবাসী মহিলাদের মনোমুগ্ধকর নৃত্যের সঙ্গে শতাধিক মানুষের উপস্থিতিতে শোভাযাত্রাটি শুরু হয়।
এই শোভাযাত্রায় পা মেলান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রায় সহ প্রসাশনিক আধিকারিকরা। শোভাযাত্রা শেষে রুদ্রনগর কিষাণ মান্ডি প্রাঙ্গণে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তাঁর বক্তব্যে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দূষণমুক্ত এবং সবুজ মেলা হিসেবে তৈরি করার ওপর জোর দেন। তিনি আনুষ্ঠানিক মঞ্চ থেকে প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব মেলা গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 'ক্লিন অ্যান্ড গ্রিন' বার্তাটিকে জনপ্রিয় করতে এই বিশেষ অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি এবং বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। নাচ, গান, আবৃত্তি সহ ছবি আঁকার মধ্যদিয়ে প্লাস্টিক বর্জনের বার্তা তুলে ধরা হয়।স্থানীয় ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ নেয়। এই উদ্যোগ গঙ্গাসাগর মেলাকে কেবল তীর্থক্ষেত্র নয়, একটি পরিবেশ সচেতনতার মডেল হিসেবেও তুলে ধরতে সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ২০২৬ গঙ্গাসাগর মেলার শেষ দিন পর্যন্ত মানবিক সচেতনতামূলক প্রচার সমগ্র সাগর ব্লক জুড়ে চলবে বলে জানাচ্ছে প্রশাসন।


Post A Comment:
0 comments so far,add yours