গঙ্গাসাগরে রোগীদের মধ্যে ফল বিতরণ মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার
নতুন বছরের প্রথম দিনটিকে জনসংযোগ ও সেবামূলক কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর গ্রামীণ হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন প্রত্যেক রোগীর শয্যার পাশে গিয়ে তাঁদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, অন্যদিকে বছরের প্রথম দিন—এই দ্বৈত উপলক্ষ্যে হাসপাতালের সমস্ত রোগীদের হাতে ফল তুলে দেন মন্ত্রী। তাঁর এই আন্তরিকতায় খুশি রোগী ও তাঁদের পরিজনেরা।


Post A Comment:
0 comments so far,add yours