ইটের রাস্তার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবন বিষয়ক দপ্তরের উদ্যোগে অবশেষে ধবলাট অঞ্চলের ১৬৫ নম্বর বুথে দীর্ঘদিনের প্রতীক্ষিত ইটের রাস্তার শুভ উদ্বোধন করা হলো। গত সোমবার এই ২৯০ মিটার রাস্তার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
ধবলাট এলাকায় এই রাস্তাটি তিনটি অংশকে সংযুক্ত করেছে: বানেশ্বর সাহুর বাড়ির নিকট শিবপুর শেখ আয়ুবের বাড়ি থেকে সুমতি মন্ডলের বাড়ি পর্যন্ত; রতন দাসের বাড়ি থেকে রবীন রান্নার বাড়ি পর্যন্ত; এবং শেখ সাইবুলের বাড়ি থেকে বানেশ্বর সাহুর বাড়ি পর্যন্ত। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি মাটির হওয়ায় বর্ষাকালে এবং অন্য সময়েও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছাড়াও উপস্থিত ছিলেন ধবলাট গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সজল কান্তি বারিক, পঞ্চায়েত সমিতির সদস্য পলয় কান্তি বারিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নতুন ইটের রাস্তা চালু হওয়ার ফলে এলাকার কয়েকশো মানুষের যাতায়াতের সমস্যা সমাধান হলো। রাস্তার উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য সরকার এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও


Post A Comment:
0 comments so far,add yours