সুন্দরবনের বাঁধ রক্ষায় মন্ত্রীর সঙ্গে ম্যানগ্রোভ রোপণ স্কুল ছাত্র-ছাত্রীদের
একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের বিভিন্ন স্থানে নদী বাঁধ ভাঙার ঘটনা রুখতে এবার ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে ম্যানগ্রোভ রোপণ করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সুন্দরবনের প্রাকৃতিক ঢালকে আরও মজবুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাযায়। সুন্দরবন বিষয়ক দপ্তর, সুন্দরবন উন্নয়ন পর্ষদ এবং বনদপ্তরের যৌথ উদ্যোগে 'বাদাবন সৃজন ২০২৩-২৪' প্রকল্পের অধীনে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের বঙ্কিম নগর মৌজায় বিশাল ৫ হেক্টর জমিতে এই ম্যানগ্রোভ চারা লাগানো হয়। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজে উদ্যোগ নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এই বিষয়ে মন্ত্রী জানান, ম্যানগ্রোভ বনভূমিই প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সুন্দরবনকে রক্ষা করার প্রধান প্রাচীর। আজকের এই কর্মসূচির মাধ্যমে তিনি নতুন প্রজন্মকে এই ধরনের পরিবেশ সুরক্ষার কাজে এগিয়ে আসার জন্য বিশেষ বার্তা দেন। প্রকৃতিকে বাঁচিয়ে রাখার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপে স্কুলের ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ নতুন করে আশার আলো দেখালো সুন্দরবন বাসীকে। নদী বাঁধ রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


Post A Comment:
0 comments so far,add yours