SIR প্রশিক্ষণ শিবিরে রাজনৈতিক নেতৃত্বদের ভিড়, গঙ্গাসাগরে বিশেষ উদ্যোগ


ভোটার তালিকা সংশোধনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কমলপুর ছবি মহলে আয়োজিত হল এক বিশেষ প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরের মূল বিষয়বস্তু ছিল SIR (Special Integrated Revision) এবং এটি মূলত ব্লক লেভেল অফিসারদের (BLRO) জন্য আয়োজিত করা হয়।
এই গুরুত্বপূর্ণ শিবিরে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁর উপস্থিতিতে এই কর্মসূচির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, সাগর ব্লকের সমস্ত BLRO-রা উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমন্ত মালি, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন কুমার প্রধান এবং জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র। এদের পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মকর্তারাও এই শিবিরে উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ভোটার তালিকায় ত্রুটিমুক্ত এবং স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যেই এই প্রশিক্ষণ শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। মন্ত্রীর উপস্থিতি এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের যোগদানে এই কর্মসূচির রাজনৈতিক গুরুত্বও স্পষ্ট হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours