সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে হাজির বিএলও

 ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ কাজ শুরু করে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরার বাড়িতে এনুমারেশন ফর্ম (Enumeration Form) নিয়ে হাজির হলেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের ১০৪ নম্বর সংসদ এলাকায় মন্ত্রীর বাসভবনে পৌঁছন বিএলও-১ (BL-1) এবং বিএলও-২ (BL-2)।

তাঁরা মন্ত্রীর হাতে নতুন এনুমারেশন ফর্ম তুলে দেন। সরকারি নিয়ম মেনে কীভাবে সেই ফর্ম পূরণ করতে হবে, সে বিষয়ে মন্ত্রী এবং তাঁর পরিবারের লোকজনকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেন বিএলওরা। নাগরিকদের নাম ভোটার তালিকায় যুক্ত করা বা সংশোধনের জন্য এই ফর্ম অত্যন্ত জরুরি। মন্ত্রীর বাড়িতে বিএলওদের উপস্থিতি বুঝিয়ে দেয়, এই নির্বাচনী প্রক্রিয়া সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জন সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য।
এই উদ্যোগের মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজকে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চাইছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours