কাকদ্বীপে 'এসআইআর' আতঙ্ক: ভোট দেওয়ার অধিকার হারানোর ভয়ে কাঁপছেন যৌনকর্মীরা, ভোটার তালিকায় নাম তোলার আকুতি!


 রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের জন্য 'এসআইআর' (Summary Revision) বা বাড়ি বাড়ি বিএলও-দের পরিদর্শনের কাজ শুরু হতেই এক নতুন আতঙ্ক গ্রাস করেছে কাকদ্বীপের যৌনকর্মীদের। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের পশ্চিমপাড়া সংলগ্ন রূপচাঁদ ঘাটের প্রায় অর্ধ শতাধিক যৌনকর্মীর মনে এখন একটাই প্রশ্ন— তাঁরা কি নাগরিক অধিকার হারাবেন?


এই এলাকায় প্রায় ৩৫ জন যৌনকর্মী বসবাস করেন, যাঁদের অনেকেই দুস্থ ও অসহায় পরিবারের প্রতিনিধি। তাঁদের মধ্যে মাত্র ৮ থেকে ১০ জনের কাছে ভোটার কার্ড বা পরিচয়পত্র থাকলেও, ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে হাতে গোনা দুই একজনের।
এসআইআর-এর ঘোষণার পর থেকেই তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যে, ২০০২ সালের তালিকায় নাম না থাকলে তাঁদেরও কি এলাকা ছেড়ে চলে যেতে হবে? যাঁদের পরিচয়পত্র আছে, তাঁরাও ভাবছেন— তাঁদের কার্ড বাতিল হয়ে যাবে না তো? আগামী বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন কি না, সেই চিন্তায় মনমরা হয়ে পড়েছেন তাঁরা।
যদিও এই প্রশ্নের উত্তর এখনই পাওয়া কঠিন, তবে বিএলওদের এই পরিদর্শন শেষ হলেই আসল পরিস্থিতি স্পষ্ট হবে। স্থানীয় বিশিষ্টজনেরা দাবি তুলেছেন, সরকার যেন এই যৌনকর্মীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে, যাতে তাঁরাও সমাজের মূলস্রোতে ফিরতে পারেন। এখন দেখার, এসআইআর পর্ব শেষে এই মানুষগুলির মুখে হাসি ফোটে, নাকি আতঙ্ক আরও চেপে বসে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours