স্বনির্ভরতার লক্ষ্যে 'শিল্পের সমাধান': সাগর ব্লকে ৫ দিনের MSME মেগা ক্যাম্প, প্রথম দিনেই উপচে পড়া সাড়া

পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভরতার পথে এগিয়ে দিতে এবং 'শিল্পের সমাধান' নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSME) এবং সাগর উন্নয়ন ব্লকের উদ্যোগ দপ্তর। সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে শুরু হলো ৫ দিনব্যাপী এক মেগা শিবির, যা কার্যত মেলার রূপ নিয়েছে।
সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ MSME ক্যাম্প চলবে আগামী শুক্রবার পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে। এই শিবিরের মূল লক্ষ্য হলো মহিলাদের মধ্যে উদ্যোগের বীজ বপন করা এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া।

প্রথম দিনেই এই ক্যাম্পে উৎসাহী উপভোক্তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যা এই উদ্যোগের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সাড়াকেই তুলে ধরে। এখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, নতুন প্যান কার্ড, উদ্যোগ রেজিস্ট্রেশন, আর্টিজেন কার্ড এবং স্বনির্ভর দলের মিড-লোন, মহিলাদের ব্যক্তিগত ব্যবসায়িক লোন, এমনকি সংখ্যালঘু স্বনির্ভর দলের মহিলাদের জন্য গো-পালন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করা হচ্ছে।
এছাড়াও, প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষের সুবিধার্থে মোবাইল ভ্যানের মাধ্যমেও পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিনে উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায়, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা। এই পাঁচ দিনের মেলা সাগর ব্লকের মহিলাদের জন্য স্বনির্ভর হওয়ার এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours