লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সন্ধ্যার পর সেখানে তিলধারণের জায়গা থাকে না। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।


ছড়িয়ে-ছিটিয়ে আছে দেহাংশ! দিল্লির বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু, আহত বহু
ঘটনাস্থলের ছবি


ভরসন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। জোড়া গাড়িতে বিস্ফোরণের জেরে একাধিক মৃত্যুর খবর সামনে আসছে। দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে বিস্ফোরণের সূত্রপাত, আর তার জেরে একের পর এক গাড়ি, অটো, রিক্সা, বাইকে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সব। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। সংখ্যাটা ২০-র বেশি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের গাড়ি থেকে দোকান সবই কেঁপে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সন্ধ্যার পর সেখানে তিলধারণের জায়গা থাকে না। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেছেন, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেহাংশ।




ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল, এনআইএ ও এনএসজি। স্নিফার ডগ নিয়ে পৌঁছেছে পুলিশ।

চলতি বছরের এপ্রিল মাসেই জঙ্গি হামলার ঘটন ঘটে পহেলগাঁওতে। ভয়াবহ হামলায় মৃত্যু হয় পর্যটকদের। সেই ঘটনার জবাব দিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। এবার ফের এই ঘটনা। বিস্ফোরণের পর দেশের সব বড় শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে নাশকতার যোগ আছে কি না, সেই প্রমাণ এখনও মেলেনি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours