আশপাশে রয়েছে একাধিক দোকান। একাধিক বাড়ি। আচমকা বিস্ফোরণে ভয়ঙ্কর অবস্থা গোটা এলাকার। ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতের সংখ্যাও হু হু করে বাড়ছে।

যেন একটা মিসাইল আকাশ থেকে এসে ফাটল’, লালকেল্লায় দাঁড়িয়ে বলছেন প্রত্যক্ষদর্শী
ব্যাপক আতঙ্ক শহরে


 ভর সন্ধ্যায় আচমকা বিস্ফোরণ কেঁপে উঠল রাজধানী। লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের কাছ থেকে এল বিস্ফোরণের খবর। বিস্ফোরণে ভাঙল একাধিক বাড়ি-দোকানেক কাছ। পুড়ে ছাই একাধিক গাড়ি। শেষ পাওয়া আপডেটে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এদিকে যে সময় বিস্ফোরণ ঘটে রোজকার মতো এদিনও সেই জায়গায় ব্যাপক জনসমাগম ছিল। তীব্র আতঙ্ক গোটা এলাকায়। এলাকারই বাসিন্দা রাধর পান্ডের বাড়ি খুব কাছেই। একরাশ আতঙ্ক নিয়ে তিনি বলছেন, “আমি তখন ছাদে দাঁড়িয়েছিলাম। তখনই খুব জোরে আওয়াজটা শুনতে পাই। আকাশে একটা বড়সড় আগুনের গোলা উঠে যেতে দেখি। গোটা এলাকা একেবারে দুলে ওঠে। শোনা মাত্রই ছুটে নিচে নেমে এসেছিলাম।”

অন্য এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মনীশ নামে আরও এক প্রত্যক্ষদর্শী বলছেন, “আমার দোকান এখান থেকে ২০০ মিটার দূরে। যখন বিস্ফোরণটা হয় তখন আমার পুরো দোকানটা কেঁপে উঠেছিল। পুলিশ তো অনেককেই উদ্ধার করে গাড়ি করে নিয়ে যাচ্ছে দেখলাম।” 




আশপাশে রয়েছে একাধিক দোকান। একাধিক বাড়ি। আচমকা বিস্ফোরণে ভয়ঙ্কর অবস্থা গোটা এলাকার। ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতের সংখ্যাও হু হু করে বাড়ছে। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে আর এক প্রত্যক্ষদর্শী জানান, “এত জোরে আওয়াজ হয়েছে শুনে মনে হচ্ছিল একটা মিসাইল যেন আকাশ থেকে এসে ফাটল। আমি সোফায় বসেছিলাম। পুরো সোফা দুলে যায়। মাটি কেঁপে ওঠে। এসে দেখি কম করে ৬ থেকে ৭টা গাড়িতে আগুন লেগে যায়।” কিন্তু এই বিস্ফোরণের পিছনে ঠিক কোন কারণ তা তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা দিল্লিজুড়ে জারি হাই অ্য়ালার্ট। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours