.
মৃত মৎস্যজীবী পরিবারের কাছে গিয়ে দাঁড়াল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।



দক্ষিণ ২৪ পরগনা জেলার দেব নিবাস এর দুই মৎস্যজীবী সমুদ্র মৎস্য শিকার করতে গিয়ে একমাত্র জীবের মৃতদেহ ফিরলেও আর একমাত্র জীবের মৃতদেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি আর ওই মৎস্যজীবীর পাশে দাঁড়ালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা নামখানার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, মৃত মৎস্যজীবী কাজল জানার পরিবারের হাতে এক লক্ষ টাকা ও নামখানা ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রেশন সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দেন তার সঙ্গেই কাজল জানার পুত্রের পড়তে হয় মাসে টিউশন খরচ বাবদ টাকা বহন করবে তিনি নিজে বলে জানান অপরদিকে তিনি আরো বলেন কাজল জানার পুত্রের স্কুলের পড়াশোনার দায়িত্ব রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে।।


নামখানা থেকে মুন্না সরদারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours