নবোদয় সংঘের কালীমাতার পুজোর খুঁটির শুভ উদ্বোধন হলো 


দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের নবোদয় সংঘ তাদের এবছর ১৭ তম বছরে পদার্পণ করল বিগত বছরের মতো এ বছরও তারা সঙ্গের সদস্য ও এলাকার মানুষজনকে নিয়ে আজ তারা কালী মাতা পুজোর খুঁটি পুজো শুরু করা হলো, 




  " পূজা উদ্যোক্তারা জানান বিগত 17 বছর ধরে আমরা কালীমাতার পূজা করে আসছি শুধু পুজো নয় পূজোর পাশাপাশি আমরা দুস্থ দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বস্ত্র বিতরণ, দুস্থ দরিদ্র মায়েদের জন্য শাড়ি অপরদিকে যে সমস্ত দুস্থ পরিবারের ছেলে

 মেয়েরা পড়াশোনা করতে পারে না তাদের জন্য বই খাতা পেন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ আমরা করে আসছি অপরদিকে পূজা কয়েক দিনের জন্য মানুষের মনন যে বজায় রাখার জন্য আমরা সাংস্কৃতির প্রোগ্রামের পাশাপাশি যাত্রা করে থাকি, সমস্ত নামখানা ব্লকের মানুষদের আমাদের পুজোয় আসার জন্য আহানো জানাই।।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours