কঙ্গনার সেই নেপোটিজম বোমায় সেই সময় মুখে কুলুপ এঁটেছিলেন খোদ করণ জোহরও। সেই ঘটনা পুরনো হলেও, নেপোটিজম বিতর্ক মাঝে মধ্যেই বলিউডে মাথাচারা দিয়ে ওঠে। বহু সময়ই ফিরে ফিরে আসে সেই বিতর্ক। আর এবার সেই বিতর্ককে সঙ্গে নিয়েই নিজেকে নেপোটিজমের ফসল বলে মেনে নিলেন রণবীর কাপুর।
'কাপুর ফ্যামিলির ছেলে না হলে...' নিজেকে নেপোটিজমের ফসল বলে মেনে নিলেন রণবীর?
আকাশ মিশ্র
জোহরের টক শোয়ে এসে নেপোটিজম প্রসঙ্গে একের পর এক বোমা ফাটিয়ে ছিলেন কঙ্গনা রানাওয়াত। রণবীর কাপুর, আলিয়া ভাট, সোনম কাপুরের এক হাত নিয়েছিলেন কঙ্গনা। এমনকী, কঙ্গনার সেই নেপোটিজম বোমায় সেই সময় মুখে কুলুপ এঁটেছিলেন খোদ করণ জোহরও। সেই ঘটনা পুরনো হলেও, নেপোটিজম বিতর্ক মাঝে মধ্যেই বলিউডে মাথাচারা দিয়ে ওঠে। বহু সময়ই ফিরে ফিরে আসে সেই বিতর্ক। আর এবার সেই বিতর্ককে সঙ্গে নিয়েই নিজেকে নেপোটিজমের ফসল বলে মেনে নিলেন রণবীর কাপুর। স্পষ্টই বললেন, কাপুর ফ্য়ামিলির সন্তান হওয়ার কারণেই বিশেষ সুবিধা পেয়েছেন ইন্ডাস্ট্রিতে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি পরিচালক সুভাষ ঘাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। আর সেখানে গিয়েই নিজেকে নেপোটিজমের ফসল বললেন রণবীর।
তা হঠাৎ এমন কেন বললেন ঋষি কাপুর পুত্র?
সুভাষ ঘাই তাঁর অভিনয় শিক্ষার স্কুলের জন্য দুই নতুন স্কলারশিপের বন্দোবস্ত করেছেন। একটি রাজ কাপুরের নাম ও আরেকটি পৃথ্বীরাজ কাপুরের নামে। সেই স্কলারশিপের আনুষ্ঠানিক ঘোষণা করার সময়ই রণবীর নিজেই তুললেন নেপোটিজম প্রসঙ্গ।
রণবীর বলেন, আমি কাপুর ফ্য়ামিলিতে জন্ম নিয়েছি, তাঁর জন্য আমি সত্য়িই লাকি। কাপুর খানদানে জন্ম না নিলে আমার যাত্রাটা আরও কঠিন হয়ে যেত। তবে চ্য়ালেঞ্জ কিন্তু আমাকেও নিতে হয়েছে। আমি যদি ভাল কাজ করতে না পারি তাহলে শুধু আমার নাম নয়, পরিবারের নামও ডুবে যাবে। সেটাও নেপোটিজমের একটা অঙ্গ। সেটাও আমাকে সামলাতে হয়।
সঞ্জয় বনশালির সহ পরিচালক ছিলেন রণবীর। বনশালির বহু ছবিতেই তাঁকে সাহায্য করেছেন। বলিউডে রণবীর পা দিয়েছেন, বনশালির হাত ধরেই। ছবির নাম সাওয়ারিয়া। রণবীরের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন সোনম কাপুর। সেটাও ছিল সোনমের প্রথম ছবি। ছবিটি বক্স অফিসে ফ্লপ করলেও, প্রশংসিত হয়েছিল রণবীরের অভিনয়। এখন রণবীর তো বলিউডের হার্টথ্রব।


Post A Comment:
0 comments so far,add yours