মহিলাদের স্বনির্ভরতায় ছাগল বিতরণ: সাগর ব্লকে নতুন দিশা
পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ কর্তৃক গৃহীত এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর (SHG) হাতে তুলে দেওয়া হলো ছাগল। ‘ছাগল পালন প্রশিক্ষণ, ২০২৫-২৬’ প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার পথকে আরও মসৃণ করবে। সাগর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে সাগর ব্লকের দশটি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়। প্রতিটি গ্রুপে ১০টি করে উন্নত জাতের ছাগল প্রদান করা হয়েছে, যা মহিলাদের পশুপালনের মাধ্যমে আয় বৃদ্ধির সহায়ক হবে।
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর ব্লকের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে আনুষ্ঠানিকভাবে ছাগল তুলে দেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে, সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করাই আমাদের প্রধান লক্ষ্য। ছাগল পালনের এই প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচি মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।" মন্ত্রী আরও বলেন, "সরকার এই এলাকার মহিলাদের পাশে আছে এবং ভবিষ্যতেও এই ধরনের আরও প্রকল্প নিয়ে আসা হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন কুমার প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষবৃন্দ এবং অন্যান্য সদস্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি বলেন, এই প্রকল্পের মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং এলাকার গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে মহিলাদের ছাগল পালনের উপর প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে, যাতে তারা বিজ্ঞানসম্মত উপায়ে পশুপালন করে অধিক লাভবান হতে পারেন। স্থানীয় স্তরে মহিলাদের স্বনির্ভরতা বাড়াতে সরকারের এই ধরনের প্রকল্প নিঃসন্দেহে এক অনুপ্রেরণামূলক পদক্ষেপ।


Post A Comment:
0 comments so far,add yours