অন্যদিকে লেকটাউনে রয়েছে রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মালিকের বিলাসবহুল ফ্ল্যাটে। এদিন আচমকা সেখানেও হানা দেন ইডির আধিকারিকরা। সেখানেও একযোগে তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। সেখান থেকেও ১০ কেজির বেশি সোনার সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।


পুর নিয়োগ দুর্নীতির যোগ? ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিতেই উদ্ধার ১০ কোটির সোনা, বিপুল নগদ
ফের ইডি হানা


ফের কলকাতায় টাকার পাহাড়। তারাতলায় ব্যবসায়ীর অফিস থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা। পুর নিয়োগ দুর্নীতিতে তারাতলার ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সূত্রের খবর, রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা। একটি গোপন জায়গাতে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল বলে খবর। পুরোটাই পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে ইডির তরফে দাবি করা হচ্ছে। তল্লাশি এখনও চলছে। ফলে আরও টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। 


অন্যদিকে লেকটাউনে রয়েছে রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মালিক গৌতম ধন্ধানিয়ার বিলাসবহুল ফ্ল্যাটে। এদিন আচমকা সেখানেও হানা দেন ইডির আধিকারিকরা। সেখানেও একযোগে তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। তাতেই মেলে সাফল্য। সেখান থেকেও ১০ কেজির বেশি সোনার সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটিরও বেশি। এর মধ্যে প্রচুর স্বর্ণলঙ্কারও রয়েছে বলে জানা যাচ্ছে। 




রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে পিষে দিল লরি, উত্তেজনা সিউড়িতে
তবে এখনও তল্লাশি চলছে পুরোদমে। তরাতলার মতো এখান থেকেও আরও বড় অঙ্কের সোনা পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই বিপুল অঙ্কের সোনা পাওয়া গেলেও এর কোনও হিসাব-খতিয়ান কিছু দিতে পারেনি ওই ব্যবসায়ীর পরিবার। এমনটাই খবর ইডি সূত্রে। এখানেই আরও দানা বাঁধছে সন্দেহের মেঘ। জিজ্ঞাসাবাদও চলছে একযোগে। এই ব্যবসায়ী পরিবার এক মন্ত্রীর ঘনিষ্ঠ বলেও জানা যাচ্ছে। কোন মন্ত্রী তা নিয়েও চলছে চর্চা। সে কারণেই চাপানউতোর আরও তীব্র হচ্ছে রাজনৈতিক আঙিনাতেও। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours