শুভেন্দু বলেন, "৫২ জন BLO বিহারের জেলে রয়েছেন। এটা মাথায় রাখবেন। তৃণমূলের কথা, বিজেপির কথা শুনবেন না। কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারের ৫২ জন BLO কিন্তু এখনও জামিন পাননি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে।"


তৃণমূলের কথা শুনলে বিহারের ৫২ BLO-র মতো অবস্থা হবে', বুথ লেভেল অফিসারদের কোন হুঁশিয়ারি শুভেন্দুর?
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী


বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR। এই প্রেক্ষিতে বাংলার BLO-দের জন্য কড়া পরামর্শ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর বক্তব্য, BLO-রা যদি কোনও ‘দাদাদিদির’ কথা মতো চলেন, তাহলে তাঁদের পরিণতিও বিহারের BLO-দের মতো হবে। অর্থাৎ জেলে যেতে হবে। প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দেন শুভেন্দু। আমতলায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে যান শুভেন্দু। সেখানে সভামঞ্চে বক্তব্য রাখার পর সাংবাদিকদের সামনে BLO-দের বার্তা দেন তিনি।

শুভেন্দু বলেন, “৫২ জন BLO বিহারের জেলে রয়েছেন। এটা মাথায় রাখবেন। তৃণমূলের কথা, বিজেপির কথা শুনবেন না। কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারের ৫২ জন BLO কিন্তু এখনও জামিন পাননি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে।” রীতিমতো হুঁশিয়ারি দেন, “জেলে যাওয়ার জন্য তথ্য, নথি আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দিব্য়েন্দু সর্দারকে BLO করেছে।”



কাটোয়ায় ভয়ঙ্কর ঘটনা, বৃন্দাবনে বাড়ি কেনার প্রলোভন দেখিয়ে টাকা তোলার অভিযোগ
কথা প্রসঙ্গেই শুভেন্দু বলেন, “BLO-রা কোনও দল, কোনও দাদা-দিদির কথা শুনবেন না। নাহলে আপনাদের পরিণতিও বিহারের BLO-দের মতো হবে। পুলিশ বাধ্য হবে, আপনাকে গ্রেফতার করতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, যেখানে গেলে পুলিশ বাধ্য হবে, সর্ব ভারতীয় দল হিসাবে আমরা সেখানে যাব।”

BLO-দের ওপর যে কোনও রাজনৈতিক দলের চাপ সৃষ্টি করার সম্ভাবনা বেশি। সে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। BLO-দের বার্তা দিয়ে তিনি বলেন, “BLA আপনাদের উপর কোনও চাপ দিতে পারবে না। আপনারা ECI-এর নিয়ম মেনে কাজ করবেন। BLA শুধু আপনাকে কাজে সাহায্য করতে পারে। কোনও জায়গায় সমীক্ষা না হলে সেই জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু এই কাজ আপনাকেই করতে হবে। BLA-রা আপনাকে প্রভাবিত করতে পারবে না।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours