বিশাল জনজোয়ারের মাঝে অভিনব সূচনা: গঙ্গাসাগরের 'ছয়ের ঘেরি'তে শুরু হলো জগদ্ধাত্রী পুজো ও সংহতি মেলা!
সাধারণত চন্দননগর বা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোই বেশি পরিচিত, কিন্তু এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে গঙ্গাসাগরের 'ছয়ের ঘেরি' এলাকায় শুরু হলো জমজমাট জগদ্ধাত্রী পুজো ও সংহতি মেলা। সন্ধ্যায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও রামকৃষ্ণ মিশনের মহারাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সাগর থানার ওসি অর্পণ নায়েক গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ-সভাপতি স্বপন কুমার প্রধান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ বালেশ্বর-সহ স্থানীয় আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পুজো এবং সংহতির এই মেলবন্ধন স্থানীয় মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
উদ্বোধনের সঙ্গে সঙ্গেই পূজা উদ্যোক্তারা এক বর্ণাঢ্য সন্ধ্যাকালীন ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করে, যা দর্শকদের বিশেষ নজর কাড়ে। আজ থেকে শুরু করে টানা পাঁচ দিন ধরে চলবে এই মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহিরাগত শিল্পীরা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মা জগদ্ধাত্রীর আরাধনার এই উৎসবকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবেন। এই মেলা একদিকে যেমন ধর্মীয় আচারের প্রতি নিষ্ঠা প্রদর্শন করছে, তেমনই অন্যদিকে লোক-সংস্কৃতির মঞ্চ হয়ে সংহতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours